বৌদ্ধদর্শন ও চেতনার মূল কথা হল ত্যাগ ও সংযম। রবীন্দ্রসাহিত্য ও দর্শনে এই ত্যাগ ও সংযমের ব্যাপক প্রতিফলন ঘটেছে। রবীন্দ্রনাথ জীবনের শেষদিন পর্যন্ত বৌদ্ধভাবাদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এই চেতনা রবীন্দ্রনাথের জীবন, সাহিত্য ও চিন্তাধারাকে স্বরূপে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। রবীন্দ্রসংগীতে বৌদ্ধদর্শন ও ভাবনার প্রতিফলন উপলব্ধি বর্তমান প্রবন্ধের উদ্দেশ্য।